Site icon Jamuna Television

নামিবিয়ার বিপক্ষে লড়বে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে কাল। প্রথম পর্বে গ্রুপ-‘এ’র খেলায় কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। সাউথ জিলং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০’টায় শুরু হবে ম্যাচটি।

অপরদিকে ‘এ’ গ্রুপের আরেক খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। তবে সাম্প্রতিক পারফরমেন্স এগিয়ে রাখছে লঙ্কানদের। সবশেষ এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট বাড়তি অনুপ্রেরণা যোগাবে তাদের। ওয়ার্ম আপ ম্যাচেও দারুণ ছন্দে রয়েছে দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ১৮৮ রানের ম্যাচে ৩৩ রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

অন্যদিকে, নামিবিয়াও বার্তা দিচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার। ওয়ার্ম আপ ম্যাচে আয়ারল্যান্ডকে ১১ রানে হারিয়েছিল তারা।

আরও পড়ুন: পেস-বাউন্সের অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে চার-ছক্কার বিশ্বসেরার আসর

/এম ই

Exit mobile version