খুলনায় সিজারের সময় নবজাতকের মৃত্যু, সিভিল সার্জনের দিকে অভিযোগের তীর

|

খুলনা ব্যুরো:

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক নারীর সিজার অপারেশন করার সময় নবজাতকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের ভুল সিজারে নবজাতকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের অপরাশেন থিয়েটারে এ ঘটনা ঘটে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তাকে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নেয়া রোগীর নাম ফাতিমা খাতুন। তিনি কয়রা উপজেলার মঠবাড়িয়া এলাকার আসাদুর মোড়লের স্ত্রী।

আসাদুর মোড়ল জানিয়েছেন, সাত হাজার টাকার বিনিময়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের সাথে সিজার অপারেশনের বিষয়ে চুক্তি হয়। ভুল অপারেশনে নবজাতকের মৃত্যু হয় বলে দাবি তার।

এদিকে, কয়রা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সুদিপ বালা জানান, অপারেশনটি সিভিল সার্জন করেছেন।
এ ঘটনায় হাসপাতালে রোগীর স্বজনরা বিক্ষোভ করলে ডা. সুজাত আহমেদ দ্রুত খুলনায় চলে যান।

ডা. সুদিপ বালা জানান, প্রতি মাসে সিভিল সার্জন কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চুক্তিভিত্তিক ৫০ থেকে ৬০টির মতো এপেন্ডিক্স, ১২টির মতো সিজারসহ অন্যান্য অপারেশন করে থাকেন।

জানা গেছে, খুলনা সিভিল সার্জনের গ্রামের বাড়ি কয়রা উপজেলায়। সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পাবার আগে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন।

তবে, নিজের ভুলে নবজাতকের মৃত্যুর বিষয় অস্বীকার করেছেন ডা. সুজাত আহমেদ। তিনি দাবি করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভার কারণে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে অন্তঃসত্ত্বা এক রোগী ভর্তি দেখতে পেয়ে তিনি অপারেশন করেন। অপারেশনে মৃত সন্তান জম্ম নিয়েছে।

তিনি আরও দাবি করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ঢাকায় ট্রেনিংয়ে থাকায় তিনি অপারেশন করেছেন। তবে তার এই দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন ডা. সুদিপ বালা। বলেন, কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো চিকিৎসকই ঢাকাতে ট্রেনিংয়ে নেই। অপারেশনের সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেই ছিলেন বলে জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply