Site icon Jamuna Television

গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাদ পড়ার শঙ্কায় থাকা সুইডেন!

প্রথম দুই খেলায় জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু প্রথম রাউন্ডের শেষ খেলায় বাঁচা-মরার লড়াইয়ে জিতে সুইডেন শুধু নকআউটেই ওঠেনি, পাশাপাশি তারা মেক্সিকোকে হটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো।

বুধবার কঠিন সমীকরণ সামনে রেখেই মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে সুইডেন। আগের দুই ম্যাচের একটিতে জয় পাওয়া সুইডেন বিদায়ের শঙ্কায় ছিল। সেই শঙ্কা কাটিয়ে লুডউইগ অগাস্টিনসন, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট ও এডসন আলভারেজদের গোলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে গেল সুইডেন।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের খেলা নিশ্চিত করল সুইডেন।

বুধবার মেক্সিকো হেরে গেলেও তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা আগেই ‘এফ’ গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্বের খেলা নিশ্চিত করে।

তবে সুইডেনের এই জয় এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে জার্মানির পরাজয়ে বাদ পড়লো বিশ্ব চ্যাম্পিয়নরা।

Exit mobile version