Site icon Jamuna Television

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হলো আজ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

রোববার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার গিলন শহরের সাইমন্ডস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা ও মহেশ থেইকা।

নামিবিয়া একাদশ: স্টিফান বার্ড, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লোফটি-ইটন, জেজে স্মিট, ডেভিড উইজ, জ্যান ফ্রাইলঙ্ক, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংজেন, বার্নার্ড শোল্টজ ও বেন শিকঙ্গো।।

/এনএএস

Exit mobile version