Site icon Jamuna Television

বেলারুশ পৌঁছেছে রুশ সেনাদের প্রথম ট্রেন

বেলারুশে পৌঁছেছে রুশ সেনাদের বহনকারী প্রথম ট্রেন। শনিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী তথ্য নিশ্চিত করেছেন। পোল্যান্ডে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধির জেরে মস্কো ও মিনস্ক যৌথ সামরিক মহড়ার উদ্যোগ নিয়েছে। এ মহড়ায় যোগ দিতে রুশ সেনাদের একটি দল বেলারুশে রওয়ানা দিয়েছে। খবর এএফপির।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বিবৃতিতে জানানো হয়, সীমান্ত অঞ্চলে চলমান সামরিক উত্তেজনায় দুই দেশের সৈন্যদের একটি যৌথ ইউনিট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো চলতি সপ্তাহে ইউনিয়ন স্টেটের অধীনে বেলারুশে একটি মিত্র বাহিনী মোতায়েনে সম্মত হওয়ার পর সেদেশে যাচ্ছে রুশ সেনারা। লুকাশেঙ্কো জানিয়েছেন, পশ্চিম ও কিয়েভের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি অভিযোগ করে বলেছিলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেলারুশকে এ যুদ্ধে টানার চেষ্টা করছে।

এটিএম/

Exit mobile version