Site icon Jamuna Television

চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুরে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ

চাকরি স্থায়ী করার দাবিতে কমলাপুরে রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ চলছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে অস্থায়ী শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। অবিলম্বে চাকরি জাতীয়করণ করা, আউটসোর্সিং নিয়োগ বন্ধ করা, শ্রম আইন অনুযায়ী আট ঘণ্টা কাজ করা, বকেয়া বেতন পরিশোধ করাসহ ৬ দফা দাবিতে তারা আন্দোলন করছেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করলেও রেল কতৃর্পক্ষ শুধু দাবি পূরণের আশ্বাস দিয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি। বেতন বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শত শত অস্থায়ী শ্রমিক। দাবি পূরণ না হলে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

/এডব্লিউ

Exit mobile version