Site icon Jamuna Television

পদ্মায় মাছ শিকারীদের কৌশল, নিষেধাজ্ঞা চলায় নদীর চরে কাঁশবনে আস্তানা

পদ্মা নদীর চরাঞ্চলের কাঁশবনে শিকারিদের আস্তানা। উঠেছে ঝুপড়ি ঘর; চলছে মাছ বিক্রি। নিষেধাজ্ঞা চলায় নতুন নতুন কৌশলে চলছে জাটকা আহরণ। জোরদার করা হয়েছে প্রশাসনের অভিযান। শিফটভিত্তিক ডিউটির পাশাপাশি জনপ্রতিনিধিদের এতে সংযুক্ত করেছে মাদারীপুর জেলা প্রশাসন।

মা ইলিশ রক্ষায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। অথচ পদ্মা নদীর মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন অংশে তা অমান্য। শিকারিরা চরাঞ্চলের কাঁশবনে গেড়েছে আস্তানা। গড়ে তুলেছে ঝুপড়ি ঘর। মাছ ধরার পর সেখানেই চলছে বিক্রি।

জাটকা রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন। শিফট ভিত্তিক চলছে ডিউটি। অভিযানে সংযুক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদের। গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনাগুলো। তবুও বেপরোয়া এক শ্রেণির অসাধু জেলে।

নিষেধাজ্ঞা চলাকালীন অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানে এখন পর্যন্ত কেবল শিবচর থেকেই শতাধিক অসাধু জেলেকে আইনের আওতায় আনা হয়েছে। জব্দ হয়েছে বিপুল নিষিদ্ধ জাল।

এটিএম/

Exit mobile version