Site icon Jamuna Television

লেখক ও প্রকাশক বাচ্চু হত্যার মূল পরিকল্পনাকারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত আবদুর রহমান জেএমবি সদস্য এবং প্রকাশক শাজাহান বাচ্চু হত্যার মূল পরিকল্পনাকারী।

বুধবার রাত ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

গোপন তথ্যে সম্প্রতি রহমানকে গাজীপুর থেকে আটক করে পুলিশ। গতকাল তাকে নিয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও গুলি চালালে আবদুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার, হাসান এবং কনস্টেবল মোশাররফ আহত হন বলে দাবি করেন পুলিশ।

ঘটনাস্থল থেকে অস্ত্র, গ্রেনেড ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলটি শাজাহান বাচ্চু কিলিং মিশনে ব্যবহৃত বলে জানিয়েছে পুলিশ।

গত ১১ জুন সিরাজদিখানের কাকালদিতে লেখক ও প্রকাশক শাজাহান বাচ্চুকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা।

Exit mobile version