Site icon Jamuna Television

পার্বত্য চট্টগ্রামে কিছু বিদ্রোহী গোষ্ঠীর ক্যাম্প ব্যবহার করছে জঙ্গীরা: স্বরাষ্ট্রমন্ত্রী

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফসহ কিছু বিদ্রোহী গোষ্ঠীর ক্যাম্প ব্যবহার করছে জঙ্গী সংগঠন, এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। পাহাড়ি অঞ্চলে তাদের বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায় (বাংলাদেশ ভূ-খণ্ডে) থাকতে দিচ্ছি না। তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে।

রোববার (২১ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টার্ন টেবল লেডার যুক্ত হওয়া উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে এবার যুক্ত হওয়া টার্ন টেবল লেডারটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার, যা ব্যবহার করা যাবে ২২ তলা পর্যন্ত। এ সময় মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এখন আর শুধু ঠুনকো দমকল বাহিনী নয়। যেকোনো দুর্যোগেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সকল জেলায় ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, দেশের প্রয়োজনে ফায়ার ফাইটাররা নিজের প্রাণ দিতেও দ্বিধা করেন না।

/এডব্লিউ

Exit mobile version