Site icon Jamuna Television

নেত্রকোণায় ৩৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযানে শহরের রাজুরবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৪০৭ পিস ইয়াবাসহ চট্টগ্রামের লোহাগড়া থানার ফারাঙ্গাচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনির উদ্দিন ও নেত্রকোণা সদরের গজিনপুর গ্রামের আব্দুল হেকিমকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

এটিএম/

Exit mobile version