Site icon Jamuna Television

সিলেটে নিখোঁজ মাদরাসাছাত্র উদ্ধার, গ্রেফতার ২

সিলেটে অপহৃত মাদরাসাছাত্র আমিরুল ইসলামকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। রাতে সিলেটের রশিদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গত ৯ অক্টোবর মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

রোববার (‌১৬ অক্টোবর) দুপুরে আমিরুল ইসলামকে অপহরণ ও উদ্ধারের বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে সিলেট জেলা পুলিশ। সেখানে লিখিত বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমিরুল ইসলাম ওসমানীনগর উপজেলার উমরপুর টাইটেল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার নিখোঁজের বিষয়ে জিডি দায়েরের পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত নয়টার দিকে সিলেটের রশিদপুর এলাকা থেকে আমিরুল ইসলামকে উদ্ধার করা হয়। এ সময় সে পুলিশকে জানিয়েছে, তাকে অপহরণ করে হোটেলে আটকে রেখে হাত-মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে নজরুল ইসলাম ও মেনু মিয়া নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

/এডব্লিউ

Exit mobile version