Site icon Jamuna Television

গাজীপুরে বস্তায় পেঁচানো নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরের কড্ডা এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ। রোববার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর কড্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় সিমেন্টের বস্তায় পেঁচানো অবস্থায় নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে জিএমপি বাসন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মালেক খসরু খান জানান, কে বা কারা নবজাতকের লাশটি ফেলে গেছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তবে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version