Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে আতহার আলী খান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আছেন বাংলাদেশের আতহার আলী খান। ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে আইসিসি। খবর ক্রিকইনফোর।

পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। জমজমাট এই আসরে মাঠে খেলবে ক্রিকেটাররা,কমেন্ট্রিবক্সে মাতাবেন ধারাভাষ্যকররা। আতাহার আলী ছাড়াও এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের এউইন মরগান, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, মেল জোনস, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্কদের মতো সাবেক তারকারা।

ছবি: সংগৃহীত

কথার লড়াইয়ে আরও থাকছেন সুনীল গাভাস্কার, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, কার্লোস ব্রেথওয়েট, স্যামুয়েল বদ্রি, ডেল স্টেইন, নাসের হুসেইন, ড্যানি মরিসনদের মতো খ্যাতিমানরাও। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ধারাভাষ্যকার থাকছেন ভারত থেকে।

আরও পড়ুন: দিলশান মাদুশানকার বিশ্বকাপ শুরুর আগেই শেষ

/এম ই

Exit mobile version