Site icon Jamuna Television

জামিনের শর্ত ভাঙ্গার অভিযোগে গ্রেফতার ম্যানইউ ফরোয়ার্ড গ্রিনউড

ছবি: সংগৃহীত

জামিনের শর্ত ভাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে। ম্যানচেস্টারে নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে।

বান্ধবীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকে কেন্দ্র করে গত জানুয়ারিতে প্রথমবার গ্রেফতার করা হয়েছিল ২১ বছর বয়সী এই ফুটবলারকে। পরে জুনে বাড়ানো হয় জামিনের মেয়াদ। গ্রিনউডের ব্যাপারে শোনা গিয়েছিল, তিনি খুনের হুমকিও দিয়েছেন। সকল অভিযোগই তদন্তাধীন।

গ্রিনউডের ব্যাপারে জামিনের শর্ত ভাঙ্গার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। নারী নির্যাতনের অভিযোগের পর গ্রিনউডকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: লিভারপুলের দুর্দশা কি আরও বাড়াবে হাল্যান্ডের ম্যানসিটি?

/এম ই

Exit mobile version