Site icon Jamuna Television

সোমবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সোমবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্রিসবেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দু’টায়। পরপর দুটি আসরে ভালো ফল করতে পারেনি টাইগাররা। আয়োজন এবার বিশ্বমঞ্চে। তাই ভক্ত-দর্শকদের চাওয়া এবার একটু বেশিই। ব্যাক টু ব্যাক হারের পর জয় দেখতে মুখিয়ে আছে বাংলাদেশ।

এশিয়া কাপের পর ট্রাইনেশন সিরিজেও ব্যর্থ টাইগাররা এখন অস্ট্রেলিয়ায়। অপেক্ষা বিশ্বকাপের সুপার টুয়েলভের। তার আগেই এই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হারা বাংলাদেশ আবারো পেয়েছে তাদের প্রতিপক্ষ হিসেবে। স্কোয়াডে দুই পরিবর্তন আনা বাংলাদেশ খুঁজছে মোমেন্টাম। আর আফগানিস্তান নিজেদের শক্তিমত্তা আরও একবার পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছে।

এএআর/ইউএইচ/

Exit mobile version