Site icon Jamuna Television

যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কিম জং-উনকে শি জিনপিংয়ের চিঠি

দিপক্ষীয় যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে চিঠি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে এই চিঠি পাঠান শি জিনপিং। খবর রয়টার্সের।

আগের চেয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানো এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়।

মূলত, কিম জং-উন চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসকে স্বাগত জানিয়ে যে অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন, সেটির জবাবেই চীনের প্রেসিডেন্ট এই চিঠি পাঠান।

/এমএন

Exit mobile version