
ছবি: সংগৃহীত
তাইওয়ান চীনের অংশ ছিল, চীনেরই অংশ থাকবে। ভূখণ্ডটিকে নিয়ন্ত্রণে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপেরও অধিকার আছে বেইজিংয়ের। ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেসে এমন হুঁশিয়ারি দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হলো চীনা কমিউনিস্ট পার্টির এই জাতীয় কংগ্রেস। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারের গ্রেট হলে অনুষ্ঠিত হচ্ছে এই রাজকীয় আয়োজন। এ সময় দু’ঘণ্টারও বেশি সময় ভাষণ দেন শি জিনপিং।
দীর্ঘ ভাষণে তিনি বলেন, অস্থিরতা কাটিয়ে হংকংয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে চীনের। তাইওয়ানের সাথেও খুব দ্রুত চীনের পুনর্মিলন ঘটবে। আগামী পাঁচ বছরে চীনা জাতির নবজাগরণ ঘটবে বলেও আশা জিনপিংয়ের। এছাড়া গত পাঁচ বছরের সাফল্যও তুলে ধরেন তিনি।
শতবর্ষী চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে যোগ দিয়েছেন ২ হাজার ২৯৬ জন প্রতিনিধি। ২২ অক্টোবর শেষ হবে সপ্তাহব্যাপী এ সম্মেলন।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply