Site icon Jamuna Television

দৌলত‌দিয়ায় বসতবাড়িতে অ‌গ্নিকা‌ণ্ড, নারী-শিশুসহ নিহত ২

ছবি: প্রতীকী

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় বসতবাড়ির অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বরু বেগম (৯০) ও তাস‌মিয়া (৮) না‌মের এক শিশুসহ একই পরিবারের দু’জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনছার ব‌্যাপারী পাড়ার রমজান মোল্লার বাড়িতে এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হ‌লো, ঠান্ডু মোল্লার নাতনি তাস‌মিয়া ও তার মা বরু বেগম।

সাইফুল ইসলাম জানান, ওই বৃদ্ধা বরু বেগম ও রমজা‌নের মে‌য়ে অসুস্থ ছি‌ল। আগুনের সময় সবাই ঘরের বাই‌রে আস‌তে পার‌লেও তারা দু’জন পুড়ে ছাই হ‌য়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। এ সময় আগুনের লেলিহান শিখা ঠান্ডু মোল্লার বাড়ির দুটি ঘ‌রে ছড়িয়ে পড়ে। আগুনে ঘ‌রে থাকা গ্যাস সি‌লিন্ডারে বি‌স্ফোরণ হয়। সেই আগুনে ঘ‌রে থাকা বৃদ্ধা বরু বেগম ও তার নাতি রমজা‌নের মে‌য়ে তাস‌মিয়াসহ পুড়ে একেবারে ছাই হ‌য়ে যায়। পড়ে স্থানীয় গ্রামবাসী ও গোয়ালন্দ ফ‌ায়ার সার্ভিসের সদস্যদের সহ‌যো‌গিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইউএইচ/

Exit mobile version