মেক্সিকোর একটি বারে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহত হয়েছেন আরও তিনজন।গুয়ানহুয়াতো প্রদেশে হয় এ ঘটনা।
রোববার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাতে ইরাপুয়াতো শহরের ওই বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে হামলাকারীরা। পরে পালিয়ে যায় তারা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনো। দুর্বৃত্তদের সন্ধানে চলছে অভিযান।
এক মাসেরও কম সময়ের ব্যবধানে প্রদেশটিতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো। মাদক চোরাকারবারীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমাঝেই বড় ধরনের সংঘাত দেখা যায় অঞ্চলটিতে।
গত মাসেই এক হামলায় প্রদেশটিতে প্রাণ যায় ১০ জনের। ২০১৮ সালে ক্ষমতায় এসে মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রেদোর। তবে গ্যাং সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে তার প্রশাসন।
/এনএএস

