Site icon Jamuna Television

মেসির ফেরার দিনে নেইমারের গোলে জিতলো পিএসজি

ছবি: সংগৃহীত

নেইমারের গোলে জয়ে ফিরলো পিএসজি। মার্সেইকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইনজুরি কাটিয়ে মেসির ফেরার দিন জয়ে ফিরেছে পিএসজি। অবশ্য অপেক্ষাকৃত দুর্বল মার্সেইয়ের বিপক্ষে জয়ের ব্যবধান হতে পারতো আরও বেশি। এমবাপ্পের গোল মিসে সেটি অবশ্য হয়নি। ম্যাচের একমাত্র গোলটি আসে নেইমারের পা থেকে।

আসরে ১১ ম্যাচে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিলের জোনাথন ডেভিডের পাসে বসলেন নেইমার। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল হলো ১২টি। সাথে ৯টি অ্যাসিস্ট।

Exit mobile version