Site icon Jamuna Television

গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ

জি গ্রুপ থেকে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে শেষ ষোলোর দল। তবে গ্রুপ সেরা হবার লড়াইয়ে রাত ১২টায় মাঠে নামবে ইংল্যান্ড ও বেলজিয়াম। একই সময় নিয়ম রক্ষার লড়াই তিউনিশিয়া ও পানামার। তবে এইচ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে আছে তিন দল। বিদায় নিশ্চিত হওয়া পেলান্ডের মুখোমুখি হবে শীর্ষ দল জাপান আর সেনেগালের সঙ্গে লড়বে ফর্মে ফেরা কলম্বিয়া। ম্যাচ দুটি শুরু হবে রাত ৮টায়।

আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়া বেলজিয়ামের বিপক্ষে তিন থেকে চার জন ফুটবলারকে বিশ্রাম দেবে ইংল্যান্ড। ইংলিশ বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, কাইল ওয়াকার, জন হ্যান্ডারসন আর স্টারলিংকে এই ম্যাচে বিশ্রাম দেয়া হবে।

গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে বিশ্রাম দেবে বেলজিয়ামও। কার্ড সমস্যায় আছে ডি ব্রুইনসহ আরও দুই ফুটবলার। বড় রদবদলের কথাই ভাবছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজও।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version