ছবি: সংগৃহীত
লোকেশ রাহুলের ঝড়ো অর্ধশতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে রোহিত শর্মার দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে একই সময় মাঠে নেমেছে চার দল। একদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। ব্রিসবেনে ওয়েইন পারনেলের জোড়া আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান।
অন্য ম্যাচে, টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। লোকেশ রাহুল আর রোহিত শর্মা প্রথম ৫ ওভারেই তুলে নেন ৫৬ রান। যেখানে ৩০ বলের মধ্যে ২৫ বলই খেলেছেন লোকেশ। আর মাত্র ৫ বল পেয়েছেন রোহিত। ২৭ বলে অর্ধশতক তুলে নেন লোকেশ রাহুল। তবে ম্যাক্সওয়েলের বলে আউট হওয়ার আগে তিনি করেন ৩৩ বলে ৫৭ রান।
/এম ই
Leave a reply