Site icon Jamuna Television

জি-২০ সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্সের সাথে সাক্ষাতের পরিকল্পনা নেই বাইডেনের

আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। রোববার (১৬ অক্টোবর) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানিয়েছেন এ তথ্য। খবর আল জাজিরার।

তবে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে এখনই কোনো পরিবর্তন আসছেনা বলে নিশ্চিত করেছেন তিনি। বলেন এ বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেসিডেন্ট বাইডেন। এ বিষয়ে কৌশলগত ও পদ্ধতিগতভাবে নেয়া হবে পদক্ষেপ।

সুলিভান জানান, মার্কিন কংগ্রেস সদস্যরা ছুটি কাটিয়ে ফেরার পর দুই দলের আলোচনার ভিত্তিতে হবে পরবর্তী পরিকল্পনা। সম্ভাব্য বিকল্প হিসেবে সৌদির কাছে অস্ত্র বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি। সম্প্রতি তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় রিয়াদের নেতৃত্বাধীন ওপেক প্লাসের সদস্য দেশগুলো। যাতে চটে যায় যুক্তরাষ্ট্র। চরমে পৌঁছায় রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েন।

এটিএম/

Exit mobile version