আবারও কিয়েভে বড় হামলা, বহু হতাহতের শঙ্কা

|

আবারও হামলার শিকার ইউক্রেনের রাজধানী কিয়েভ! সোমবার (১৭ অক্টোবর) বিমান অভিযানের সতর্কতামূলক সাইরেন বাজার পরই অন্তত ৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর আল জাজিরার।

মেয়রের দাবি, স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ চালানো হয় হামলা। রাজধানীর গুরুত্বপূর্ণ সিটি সেন্টারের কাছেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। গুড়িয়ে গেছে শেভশেঙ্কভিস্কি এলাকার বেশকিছু ভবন। সেখানে বহু বাসিন্দা আটকা পরেছেন এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবেও এখনো মেলেনি হতাহতের কোনো খবর।

প্রশাসন বলছে, এসব হামলাতেও ব্যবহৃত হয়েছে ইরানের নির্মিত ড্রোন কামিকাজে। গেলো সপ্তাহেই রাজধানী কিয়েভসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ শহরে একযোগে হামলা চালায় রাশিয়া। যাতে প্রাণ যায় ১৯ বেসামরিকের। ধারণা করা হচ্ছিলো আলোচিত ক্রাইমিয়া সেতু ধ্বংসের প্রতিক্রিয়ায় জোরালো আক্রমণ চালিয়েছে পুতিন প্রশাসন। চলতি সপ্তাহেই রুশ প্রেসিডেন্ট ঘোষণা দেন, ইউক্রেনে বড় ধরনের আর কোনো হামলা চালানো হবে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply