Site icon Jamuna Television

যুদ্ধের মাঝেও ইউক্রেনের শস্য রফতানি

যুদ্ধ চলাকালেও ৭৭ লাখ টন খাদ্যশস্য বর্হিবিশ্বে সরবরাহ করেছে ইউক্রেন। রোববার (১৬ অক্টোবর) খাদ্য সংকট দূরীকরণে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক এ তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

কৃষ্ণ সাগর তীরের যৌথ সমন্বয় কেন্দ্র জেসিসি পরিদর্শন করেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেক্সান্দার কুবরাকভ। এসময় খাদ্যশস্য সরবরাহের একটি চিত্র তুলে ধরে তুরস্ক। সাধু উদ্যোগ চালু রাখার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

গেলো শুক্রবারই শস্যবাহী জাহাজ চলাচলে ব্যবহৃত রুট বন্ধের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অভিযোগ এরমাধ্যমে ছড়ানো হচ্ছে সন্ত্রাসবাদ। গেলো ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগ এবং তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তিতে সই করে বিবাদমান পক্ষগুলো। সেটি অনুসারে ইউক্রেন ও রাশিয়া থেকে বর্হিবিশ্বে খাদ্য সরবরাহের জন্য ব্যবহৃত হবে নির্ধারিত সমুদ্রপথ।

এটিএম/

Exit mobile version