Site icon Jamuna Television

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রোববার (১৬ অক্টোবর) রাজধানী প্যারিসের আন্দোলনে যোগ দেন চলতি বছর সাহিত্যে নোবেলজয়ী ফরাসি ঔপন্যাসিক অ্যানি অ্যানেক্স। খবর এপির।

ম্যাকরন সরকারের ওপর চাপ বৃদ্ধির জন্যেই ছিলো এ আয়োজন। একইসাথে শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিও তোলে বামপন্থি আন্দোলনকারীরা। মঙ্গলবার মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন যানবাহন চালকরা। কেননা শীত মৌসুম শুরুর আগেই গ্যাসোলিন উৎপাদন এবং জ্বালানি পরিশোধন কেন্দ্রগুলোয় দেখা দিয়েছে সংকট। গ্যাস স্টেশনগুলোর বাইরে লম্বা লাইন তৈরী হচ্ছে। পার্লামেন্টেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে কিছুটা নাজুক অবস্থানে রয়েছে সংস্কারপন্থিরা। তাই আগামী বছরের বাজেট নির্ধারণে সরকারকে বেশ বেগ পেতে হচ্ছে। বিরোধীদের অভিযোগ ফ্রান্সকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে ম্যাকরন প্রশাসন।

এটিএম/

Exit mobile version