Site icon Jamuna Television

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজধানীসহ সারাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর লালমাটিয়ায় টিসিবির এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

এ সময় তিনি বলেন, তালিকা করে টিসিবির পণ্য প্রতি মাসে এক কোটি মানুষের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ দফায় কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল সংগ্রহ করছেন। অনুমোদিত পরিবেশকরা এসব পণ্য বিক্রি করছেন।

সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকরা নির্ধারিত তারিখে পণ্য বিক্রি করছেন। এতে ক্রেতাদের ভোগান্তি কমেছে। বিক্রয় কেন্দ্রে কার্ডধারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

তোফাজ্জল হোসেন মিয়া আরও বলেন, ডিজিটাল কার্ড থাকায় অনিয়মের সুযোগ নেই। আগামী ১০ দিনের মধ্যে চলতি মাসের কার্যক্রম শেষ হবে।

/এমএন

Exit mobile version