Site icon Jamuna Television

কাপ্তাই হ্রদে অবৈধ দখল বন্ধে ২ সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অবৈধ দখল বন্ধে দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আর কোনো মাটি ভরাট বা স্থাপনা নির্মাণ যাতে না করা হয়, সে বিষয়ে পদক্ষেপ নিয়ে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ এই রুল জারি করেন। রাঙ্গামাটির ডিসি, এসপিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করেন আইনজীবী মনজিল মোরশেদ। শুনানিতে তিনি বলেন, কাপ্তাই হ্রদ একটি কৃত্রিম জলাশয় এবং নির্দিষ্ট সীমারেখা রযেছে। স্থানীয় প্রভাবশালীরা এর সীমানা দখল করে ফেলেছে। এর সংরক্ষণের দায়িত্ব প্রশাসনের। যদিও তারা নিজেরাই আইন ভঙ্গ করে দখলে শামিল হয়েছে।

এদিকে, হ্রদের জরিপ করে ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের তালিকাও জমা দিতে বলেছেন হাইকোর্ট। এছাড়া ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা জবাবও দিতে হবে।

/এমএন

Exit mobile version