Site icon Jamuna Television

আবারও শ্যুটিংয়ে শাকিব, সঙ্গে মিতু

শাকিব খান আর জাহারা মিতুর প্রথম সিনেমা ‘আগুন’র শ্যুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। নানা প্রতিবন্ধকতার কারণে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমার কাজ। এবার আশার আলো দেখছে আগুন!

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাকিব খান ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শ্যুটিংয়ের পর ‘আগুন’ সিনেমায় ফিরছেন। কিছুদিন থেকেই তিনি ‘আগুন’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু জুটির প্রথম সিনেমা ‘আগুন’। সাংবাদিক, পুলিশ আর খল নায়কের অন্যরকম গল্পের দেখা মিলবে সিনেমায়।

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় শাকিব-মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজসহ অনেকেই। পরিচালনা করছেন বদিউল আলম খোকন।

জানা গেছে, জাহারা মিতু একটি সুন্দরি প্রতিযোগিতার বিচার কাজ শেষে দেশে ফিরছেন ১৭ অক্টোবর। ২১ অক্টোবর থেকে ঢাকায় কয়েকদিন চলবে শ্যুটিং। এরপর গানের শ্যুটিং হবে কক্সবাজারে। সে গানের শ্যুটিংয়ের মাধ্যমেই শেষ হবে আগুন সিনেমার কাজ। তারপর সুযোগ বুঝে মুক্তি। আগুন সিনেমার মাধ্যমে এবার তাহলে সত্যিই অভিষেক হতে যাচ্ছে শাকিব-মিতু জুটির।

এটিএম/

Exit mobile version