Site icon Jamuna Television

আবারও অন্তর্ধানে খুলনার আলোচিত গৃহবধূ রহিমা! মায়ের বিরুদ্ধে আদালতে ছেলের জবানবন্দি

খুলনা ব্যুরো:

অন্তর্ধানের প্রায় এক মাস পর অক্ষত অবস্থায় ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার হওয়া খুলনার আলোচিত গৃহবধূ রহিমা বেগম আবারো নিখোঁজ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে খবর রটিয়েছে। তবে এ বিষয়ে রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান, আদুরি বেগম ও ছেলে মিরাজ আল সাদি কোনো কথা বলতে রাজি হননি। কোথায়, কোন স্থান থেকে রহিমা বেগম পুনরায় অন্তর্ধানে গেছেন সেই বিষয়ে কেউ কিছু স্পষ্ট করে বলেনি।

তবে পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, রহিমা বেগমকে উদ্ধারের পর ২৫ সেপ্টেম্বর আদালত তার মেয়ে আদুরি বেগমের জিম্মায় দেয়। তারাই ভালো বলতে পারবেন তাদের মা কোথায়?

তিনি জানান, সোমবার সকালে (১৭ সেপ্টেম্বর) রহিমার ছেলে মিরাজ আল সাদি মায়ের বার বার অন্তর্ধান ও নিরীহ ব্যক্তিদের নামে মামলা দিয়ে হয়রানি করায় মায়ের বিরুদ্ধে আদালতে জবাববন্দি দিতে রাজি হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version