Site icon Jamuna Television

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ৫২৩ জন ঢাকা এবং ঢাকার বাইরে ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৯৮৯ জন। বর্তমানে সারাদেশে ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে মোট ৯৬ জন।

/এমএন

Exit mobile version