Site icon Jamuna Television

আদালত অবমাননার অভিযোগে পিরোজপুরের পিপিকে তলব করেছে হাইকোর্ট

হাইকোর্ট।

পিরোজপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিনকে তলব করেছে হাইকোর্ট। ‘অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে আদালত অবমাননার’ অভিযোগে তাকে তলব করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। তাতে খান মো. আলাউদ্দিনকে আগামী ১৫ নভেম্বর হাইকোর্টে হাজির থাকতে বলা হয়েছে।

আদালত অবমাননার অভিযোগে পিরোজপুরের এই পিপির বিরুদ্দে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাইকোর্ট।

এর আগে, এজলাসে ‘অপ্রীতিকর ও স্বাভাবিক বিচারকাজে প্রতিবন্ধকতা’ সৃষ্টির অভিযোগে খান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ চেয়ে পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম আবু জাফর মো. নোমান প্রধান বিচারপতির কাছে এক আবেদন করেন। ওই আবেদন হাতে পাওয়ার পর তা বিবেচনায় নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।

/এমএন

Exit mobile version