Site icon Jamuna Television

অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতে স্বয়ংসম্পূর্ণ ও পরিবেশবান্ধব জ্বালানি তৈরি করছে চীন

ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে সরবরাহ নিশ্চিতে স্বয়ংসম্পূর্ণ, সুগঠিত এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন করছে চীন। সোমবার (১৭ অক্টোবর) দেশটিতে ক্ষমতাসীন দলের কংগ্রেসের দ্বিতীয় দিনে দেয়া হয় এ বার্তা। খবর গ্লোবাল টাইমসের।

সম্মেলনে জানানো হয়, শি জিনপিং এর নেতৃত্বে জ্বালানি সরবরাহের গুণগত মান এবং দক্ষতা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। একইসাথে, ক্রমবর্ধমান অর্থনৈতিক ব্যবস্থা দেশটিকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করছে। এদিন, আধুনিকায়নের মাধ্যমে নিজস্ব উন্নয়ন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। বাণিজ্যিক ক্ষেত্রে অন্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন দলের নেতারা।

প্রসঙ্গত, পাঁচ বছর পর শুরু হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস। এবারের ২০তম কংগ্রেসে যোগ দিয়েছেন দলটির ২ হাজার ২৯৬ জন প্রতিনিধি। আগামী ২২ অক্টোবর শেষ হবে সপ্তাহব্যাপী এ সম্মেলন। আর এ সম্মেলনের মাধ্যমে ৩য় বারের মতো দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পথে এখন শি জিনপিং।

/এসএইচ

Exit mobile version