Site icon Jamuna Television

নোয়াখালীতে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিল্পী আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহত শিল্পী আক্তার উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালিশপাড়ার বাশঁতলা এলাকার মোবারক উল্লাহর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঘরের পাশে পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

এসজেড/

Exit mobile version