Site icon Jamuna Television

শরীয়তপুরে সমান ভোট পেয়েছেন দুই প্রার্থী, লটারি করে বিজয়ী ঘোষণা

স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর:

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১নং কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. পারভেজ হাসান লটারির মাধ্যমে টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সীকে বিজয়ী ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, হাতি প্রতীকের কামরুজ্জামান উজ্জ্বল এবং টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সী দুজনই ৭০টি ভোট পেয়েছেন। যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাদের উপস্থিতিতে লটারি করা হয়েছে। লটারিতে বোরহান মুন্সী বিজয়ী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাবেদুর রহমান খোকা সিকদার চেয়ারম্যান ও কাইয়ুম পাইক সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। জেলায় জনপ্রতিনিধির সংখ্যা ৯১৫ জন। ৬টি উপজেলা ও ৬টি পৌরসভায় ৭টি কেন্দ্রের মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২১ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সোমবার। এর মধ্যে সাধারণ সদস্য পদে ১৫ জন ও দুটি সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এসজেড/

Exit mobile version