Site icon Jamuna Television

‘গাজীপুরে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রেই অনিয়ম’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন রংপুর বা নারায়ণগঞ্জের মত হয়নি। এমন অভিমত ইলেকশন ওয়ার্কিং গ্রুপের। সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, তাদের পর্যবেক্ষণে গাজীপুর নির্বাচনের প্রায় ৪৭ ভাগ কেন্দ্রে অনিয়ম পাওয়া গেছে।

এসব কেন্দ্রে ১৫৯টি নির্বাচনী অনিয়ম দেখেছেন বলেও জানান সংস্থাটির পরিচালক ডক্টর আব্দুল আলীম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইডব্লিউজির পরিচালক ড. মো. আবদুল আলীম বলেন, ইডব্লিউজি যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সেগুলোর মধ্যে ৪৬ দশমিক ৫ শতাংশ কেন্দ্রে ১৫৯টি নির্বাচনী অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের ঘটনা বেশিরভাগই ঘটেছে দুপুরের পর।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪শ ২৫টি কেন্দ্রের মধ্যে ১শ ২৯টি ঘুরে দেখেছেন পর্যবেক্ষকেরা। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পর্যবেক্ষণ করা অনেক ভোটকেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোটকেন্দ্রের ভেতরে নির্বাচনী প্রচারণা এবং বহিরাগত উপস্থিতি ছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইডব্লিউজির সদস্য আবদুল আওয়াল, হারুনুর রশীদ ও অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।

Exit mobile version