Site icon Jamuna Television

নেদারল্যান্ডসের সামনে ১২২ রানের লক্ষ্য দিলো নামিবিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে নামিবিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার জয়ের নায়ক ইয়ান ফ্রাইলিঙ্কের ৪৩ ছাড়া ব্যাট হাতে উল্লেখযোগ্য রান পাননি কেউই।

সাউথ জিলংয়ে বাংলাদেশ সময় সকাল ১০’টায় শুরু হয় ম্যাচটি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি নামিবিয়া। পাওয়ার প্লেতেই ৩ টপ অর্ডার ব্যাটারকে হারিয়েছে জেরার্ড ইরাসমাসের দল। দ্বিতীয় ওভারেই ওপেনার ডিভান লা কককে বিদায় করেন টিম প্রিঙ্গল। এরপর ২০ রান করা মাইকেল ভ্যান লিঙ্গেন আউট হন অ্যাকারম্যানের বলে। এরপর লা ককের মতোই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ইয়ান নিকোল লফটি ইটন। রোলফ ভ্যান ডার মারওয়ের বলে স্টিফেন বার্ডের বিদায়ে ভাঙে ৩১ রানের জুটি। এরপর ইরাসমাসকে নিয়ে ৪১ রান যোগ করে ব্যক্তিগত ৪৩ রানে আউট হন ফ্রাইলিঙ্ক। ডাচদের পক্ষে বাস ডি লিডে নেন ২ উইকেট।

আজও হেসেছে ইয়ান ফ্রাইলিঙ্কের ব্যাট। ছবি: সংগৃহীত

এ’ গ্রুপে নিজেদের প্রথম খেলায়র জয় তুলে নেয় নামিবিয়া ও নেদারল্যান্ডস। এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে চমক তৈরি করে নামিবিয়া। শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেললেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের বিপক্ষে ৫৫ রানের জয় পায় নামিবিয়া। আর লো স্কোরিং ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় নেদারল্যান্ডস। আজকের ম্যাচে বিজয়ী দল এগিয়ে থাকবে পরের রাউন্ড নিশ্চিতের পথে। আর দুপুর ২টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে জয়েই আত্মবিশ্বাস পেয়েছিলো স্কটল্যান্ড: রিচি বেরিংটন

/এম ই

Exit mobile version