Site icon Jamuna Television

৩৭শ’ কোটি টাকা লুটপাট: কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চান হাইকোর্ট

হাইকোর্ট।

৩ হাজার ৭০০ কোটি টাকা লুটপাটে জড়িত পাঁচ ডেপুটি গভর্নরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আর্থিক প্রতিষ্ঠানে ‘৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গভর্নর’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন জানান, ‘৩৭শ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গভর্নর’ শিরোনামের প্রতিবেদনটি পড়ে সে বিষয়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের জানাতে বলেন। প্রবিবেদনটি পড়ে এ বিষয়ে আদালতকে জানানো হলে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান।

/এমএন

Exit mobile version