Site icon Jamuna Television

‘লিটনের কোনো ইনজুরি নেই, খেলতে পারবেন পরের ম্যাচেই’

লিটন দাস। ফাইল ছবি।

লিটন দাসের কোনো ইনজুরি নেই। পরের ম্যাচ অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকালের (১৯ অক্টোবর) প্রস্তুতি ম্যাচেই খেলতে পারবেন তিনি। এমনটিই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ব্রিসবেনে পৌঁছে প্রথম দিনের অনুশীলনে মাঠে ছিলেন না লিটন দাস। তখন থেকেই গুঞ্জন ওঠে যে, হয়তো ইনজুরির কারণে অনুশীলনে ছিলেন না এই ডানহাতি ব্যাটার। এরপর লিটনকে দেখা যায়নি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। এই দুই ঘটনায় শঙ্কা বাড়ছিল দলের অন্যতম সেরা এই খেলোয়াড়কে ঘিরে।

তবে লিটন দাসের কোনো ইনজুরি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচেই লিটন দাস মাঠে ফিরবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স

/এম ই

Exit mobile version