Site icon Jamuna Television

মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নুসরাত জাহান সুমি নামে এক বেসরকারি চাকরিজীবী নারী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পায়ে হেটে অফিস থেকে বাসায় ফেরার সময় ট্রেনের ধাক্কায় আহত হন সুমি। প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে নিলে সুমিকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

এদিকে, গত রাতেই খিলগাঁওয়ে জানাজা শেষে সুমির মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় দাফনের জন্য নেয়া হয়। দুই বছর আগে বিয়ে হয় সুমির। বিডিআরএল নামে এক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

ইউএইচ/

Exit mobile version