Site icon Jamuna Television

আদালত অবমাননার দায়ে ট্রাম্পের সহযোগীকে কারাদণ্ড ও জরিমানার সুপারিশ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন।

মার্কিন কংগ্রেস এবং আদালতের নির্দেশ অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যাননকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার সুপারিশ করেছে মার্কিন বিচার বিভাগ। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, স্টিভ ব্যাননকে ৬ মাসের জেল এবং ২ লাখ ডলার জরিমানা করার সুপারিশ করা হয়েছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে।

সোমবার (১৭ অক্টোবর) মার্কিন প্রসিকিউটররা জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তদন্তকারী কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেয়া হয় স্টিভ ব্যাননকে। একাধিকবার নোটিশ দেয়া স্বত্ত্বেও কমিটির সামনে হাজির হননি তিনি। পরবর্তীতে এ নিয়ে আদালত নির্দেশনা জারি করলে সেটিও উপেক্ষা করেন ট্রাম্পের এ ঘনিষ্ঠ সহযোগী।

বিচারকরা জানিয়েছেন, ব্যানন ইচ্ছাকৃতভাবেই সময়সীমা উপেক্ষা করেছেন যা আদালত এবং কংগ্রেসের অবমাননার সামিল। আসন্ন ২১ অক্টোবর স্টিভ ব্যাননের সাজা ঘোষণা করা হবে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version