Site icon Jamuna Television

বিদ্রোহীদের হামলায় ৩ দিনে ৪০ সেনা সদস্য নিহত মিয়ানমারে

বিদ্রোহীদের লাগানো আগুনে ধ্বংস স্কুল ভবন। ছবি: সংগৃহীত।

গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ লেগেই রয়েছে। এই সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে সম্প্রতি। এরই জের ধরে তিন দিনে বিদ্রোহীদের হামলায় ৪০ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।

সোমবার (১৭ অক্টোবর) থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দুই বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফএস) ও এথনিক আর্মড অরগানাইজেশন (ইএওএস) এর হামলায় ৪০ জন জান্তা নিহত হয়েছে।

গত তিন দিনে মিয়ানমারের সাগাইন, মগউই, বাগো, ইয়াঙ্গুন ও তানিনথারি অঞ্চল এবং দেশটির চিন, কারেন ও মন রাজ্যের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের সাথে বিদ্রোহী গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ বাধে। এসব ঘটনায় প্রায় অর্ধশতাধিক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এমনকি বিদ্রোহীদের বিরুদ্ধে মগউই ও সাগাইনের বিভিন্ন স্থানে লুট ও সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন লাগানোর অভিযোগও করে মিয়ানমার সামরিক বাহিনী।

এসজেড/

Exit mobile version