
ফাইল ছবি।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০০ জন রোগী, যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ৫২৮ জন ঢাকা এবং ঢাকার বাইরে ৩৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ১৪৮ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী। বর্তমানে সারাদেশে তিন হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে মোট ৯৯ জন।
এসজেড/



Leave a reply