Site icon Jamuna Television

রোহিঙ্গা নিধন: মিয়ানমারের নির্লজ্জ অস্বীকার

রাখাইনে রোহিঙ্গা জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করলেন জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি হাউ ডো সুয়ান। সোমবার, সাধারণ পরিষদের সমাপনী অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

জাতিগত নিধনের কথা অস্বীকারের পাশাপাশি, মিয়ানমারের প্রতিনিধি জানান, রাখাইনে কোন ধরণের গণহত্যার ঘটনাও ঘটেনি। এসব অভিযোগের পেছন সুষ্পষ্ট প্রমাণ দেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের, ব্যাপক পর্যালোচনার পরই ফিরিয়ে নেয়া হবে বলে জানান ডো সুয়ান। রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নিপীড়নের জেরে বিশ্বজুড়েই তীব্র সমালোচনার মুখে সু চি সরকার। গেল ২৫ আগস্ট পুলিশ চৌকিতে হামলার অযুহাতে রাখাইনে সেনা অভিযান শুরু হয়। নির্বিচারভাবে হত্যা করা হয় রোহিঙ্গাদের। পুড়িয়ে দেয়া হয় রোহিঙ্গা অধ্যুষিত ২শ’র বেশি গ্রাম।

Exit mobile version