Site icon Jamuna Television

বরিশালে পুলিশের গাড়িকে ধাক্কা দিল বাস

বরিশালে পুলিশের একটি টহল গাড়িকে ধাক্কা দিয়েছে ঝালকাঠীগামী ঈগল পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও নিয়ে ইন্টারনেটজুড়ে আলোচনা শুরু হয়েছে।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কোতয়ালী মডেল থানার কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস।

এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ফুটেজে দেখা যায়, দুপুরে নগরীর কালিজিরা এলাকায় টহলরত পুলিশের একটি গাড়ি সড়কের উপরে ইউটার্ন নিচ্ছিলো। এসময় সেটিতে ধাক্কা দেয় ঈগল পরিবহনের বাসটি।

/এডব্লিউ

Exit mobile version