Site icon Jamuna Television

গাজীপুরে বিপন্ন প্রজাতির দুটি অজগর উদ্ধার, গ্রেফতার সাপুড়ে

অজগর উদ্ধারের বিষয়ে পুলিশের সংবাদ সম্মেলন।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের পূবাইল থেকে বিপন্ন প্রজাতির দুটি অজগর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহন মিয়া (২৭) নামে এক সাপুড়েকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বিরল প্রজাতির অজগর দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন মোহন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন। তিনি জানান, বার্মিস পাইথন অরিজিন নামের বিরল প্রজাতির এই অজগর গাজীপুর, চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে পাওয়া যায়। উদ্ধারকৃত অজগরের একটির দৈর্ঘ ৬ ফিট, অপরটির দৈর্ঘ ১২ ফিট।

প্রকৃতিতে বিপন্ন প্রায় অজগর দুটি বন বিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু সাফারি পার্কে কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এসজেড/

Exit mobile version