Site icon Jamuna Television

এবার অস্থির চিনির বাজার

খোলা চিনি। ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো:

কিছুতেই ঠেকানো যাচ্ছে না ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি। চাল, ডাল, তেল ও পেঁয়াজের পর এবার অস্থির চিনির বাজার। এজন্য সরবরাহে ঘাটতির কথা বলছেন বিক্রেতারা।

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের গুদামেও মজুদ কম। দৈনন্দিন কাজে বহুল ব্যবহৃত পণ্যটির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খাদ্য সেক্টরে।

গেলো এক সপ্তাহে ৮৫ টাকা থেকে বেড়ে সাদা চিনির দাম ঠেকেছে ৯৫ টাকায়। আর লাল চিনির প্যাকেট ১০০ টাকা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বল্পতার কারণে বাজার চড়া। বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তাদের। অন্যদিকে, পাইকারদের দাবি, দিনে ৬০০ টন চাহিদার বিপরীতে মিলারদের কাছ থেকে মিলছে ২৫০ টন চিনি।

/এমএন

Exit mobile version