Site icon Jamuna Television

প্রস্তুতি সারতে মাঠে নেমেছে পাকিস্তান-আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয় খেলা। টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান।

এখন পর্যন্ত এক ওভারের খেলা সম্পন্ন হয়েছে। আর তাতেই আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

সবশেষ ত্রিদেশীয় সিরিজ জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে বাবর আজমের দলকে। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে যায় পাকিস্তান। সব ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো করতে মরিয়া পাকিস্তান।

এদিকে, প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চনমনে মেজাজে রয়েছে আফগানিস্তান। এর আগে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স আশার আলো জ্বালাচ্ছে দেশটির ক্রিকেটে। সেই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপেও ভালো কিছু করার প্রত্যয় আফগানদের।

/এম ই

Exit mobile version