Site icon Jamuna Television

তেল উত্তোলন কমানো ওপেক প্লাসের সঠিক সিদ্ধান্ত; সংযুক্ত আরব আমিরাতের দাবি

তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের উত্তোলন কমানোর সিদ্ধান্ত কৌশলগত সঠিক পদক্ষেপ। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এমন দাবি করেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল আল মাজরোয়ি। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তিনি এ দাবি করেন। সুহাইল আল মাজরোয়ি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শেই দেশগুলো ব্যবস্থা নিয়েছে। এর আগে বাজার ব্যবস্থা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে।

তিনি আরও বলেন, চাহিদা যোগানের ভারসাম্য রক্ষায় নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন প্রতিনিধিরা। এরপরই সম্মিলিতভাবে নেয়া হয়েছে সিদ্ধান্ত। এর মধ্যে রাজনৈতিক কোনো ভাবনা ছিল না।

চলমান জ্বালানি সংকটে বাজার স্থিতিশীল রাখতে সম্প্রতি তেল উত্তোলন কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস দেশগুলো। এতে চটে যায় যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তের পেছনে সৌদি আরবকে দায়ী করে দেশটি। ওয়াশিংটনের দাবি, রাশিয়াকে সুবিধা দেবে এমন পদক্ষেপ।

/এমএন

Exit mobile version