Site icon Jamuna Television

জোন্সের ঝড়ে আইরিশদের ১৭৭ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড

ছবি: সংগৃহীত

মাইকেল জোন্সের দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড। স্কটিশ ওপেনার জোন্স খেলেন ৫৫ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে গ্রুপ বি’র লড়াইয়ে হোবার্টে স্কটল্যান্ডের ইনিংসের সূচনা করেন মাইকেল জোনস ও জর্জ মানসি। তবে ভালো সূচনা করতে পারেননি তারা। ২য় ওভারেই মানসির উইকেট তুলে নেন মার্ক অ্যাডেয়ার। ক্যাম্ফারের বলে ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন ক্রস। এরপর অধিনায়ক রিচি বেরিংটনকে সাথে নিয়ে আইরিশদের ওপর চড়াও হন জোন্স। তৃতীয় উইকেট জুটিতে এই দুইজন যোগ করেন ৪৮ বলে ৭৭ রান। ২৭ বলে ৩৭ রান করেন বেরিংটন।

এরপর ১৯তম ওভারে আউট হন ওপেনার মাইকেল জোন্স। তার ৮৬ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা কার্টিস ক্যাম্ফার নিয়েছেন ২টি উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ২০ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড ৪২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আপাতত টেবিলের শীর্ষে। আরেক ম্যাচে জিম্বাবুয়ে ৩১ রানে হারায় আয়ারল্যান্ডকে। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আয়ারল্যান্ডের সামনে। আজ একই ভেন্যুতে দিনের ২য় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

আরও পড়ুন: নবী ও ঘানির ব্যাটে আফগানিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

/এম ই

Exit mobile version